NEWS

প্রথম সাময়িক পরীক্ষার পরবর্তী ছুটির নোটিশ

এতদ্বারা“জামিয়া আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা ক্যাডেট মাদরাসা” ফুলবাড়ীয়া শাখা-এর সকল বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রথম সাময়িক পরীক্ষা ১৪৪৭হি, উপলক্ষ্যে আগামী ৭ আগষ্ট ২০২৫ ঈ. বৃহ পরীক্ষা সমাপ্তির পর থেকে ১৩ আগস্ট ২০২৫ ঈ. শুক্রবার পর্যন্ত মাদরাসা বন্ধ থাকবে। অতএব,আবাসিক সকল শিক্ষার্থীরা ১২ আগস্ট ২০২৫ ঈ. মাগরিবের পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হল।এবং অনাবাসিক শিক্ষার্থীরা ১৩ আগষ্ট ২০২৫ইং সকাল ৯টার পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হল।

 

বি:দ্র: ১ম দিনের দরসে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

 

নির্দেশক্রমে

মুফতি গিয়াস উদ্দীন ফয়জী

প্রতিষ্ঠাতা পরিচালক,অত্র জামিয়া।

যোগাযোগঃ ০১৬০৩-৭৫৬৮২৫