logo JAMIA AYESHA SDDIQA RA. GIRL'S CADET MADRASAH জামিয়া আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা ক্যাডেট মাদরাসা
Menu
আলেমা লামিয়া আক্তার (তন্নি)

আলেমা লামিয়া আক্তার (তন্নি)

প্রধান শিক্ষিকা

22 May, 2025
1 min read

প্রধান শিক্ষিকার বাণীঃ

শিক্ষাবর্ষের শুরুতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। তোমরা জান জামিয়া আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা ক্যাডেট  একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তা-আলার খাস রহমতে হাটি হাটি পা পা করে সম্মুখপানে এগিয়ে চলছে। বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা করা প্রতিটি মুসলমান নর-নারীর ওপর ফরজ। জীবনের প্রথমেই যদি কুরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা করা না যায়, তাহলে পরবর্তীতে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর বিশুদ্ধভাবে কুরআন মাজিদ শিক্ষায় নূরানী পদ্ধতি এক যুগান্তকারী ও যথাযথ পদক্ষেপ। পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান শিক্ষার প্রতিও এখানে রয়েছে অনেক গুরুত্ব। যার কারণে যুগের সাথে তাল মিলিয়ে যথাযথ শিক্ষা গ্রহণে তোমরা হয়ে উঠবে অনন্য। তোমাদের সার্বিক কল্যাণ সাধনে নিয়োজিত রয়েছে মাদ্রাসার সুদক্ষ পরিচালনা পরিষদ, মাদ্রাসার প্রশাসন ও শিক্ষিকামণ্ডলী। তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বার্ষিক কার্যক্রম দিক নির্দেশনার কাজ করবে। এ কার্যক্রম যথাযথ বাস্তবায়নে তোমাদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে তোমাদেমাদরাসার সম্মানিত অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি শিক্ষার্থী মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা, বিধি বিধানের প্রতি থাকবে সদা অনুগত, পাঠ অনুশীলনে থাকবে সদা সচেষ্ট, আল্লাহ ও আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণে থাকবে সদা নিয়োজিত। আমাদের নিরলস প্রচেষ্টার সাথে সাথে পরম দয়াময় আল্লাহ তা-আলার সাহায্য সহায় হোক।

আমীন।