EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
প্রিয় শিক্ষার্থীরা। ২০২৫ ইং শিক্ষাবর্ষের শুরুতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ।
পরিবর্তনশীল পৃথিবীতে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যখন বিশ্বব্যাপী চলছে তুমুল প্রতিযোগীতা। তখন সে পথে নিজেদেরকে যথাযোগ্য রুপে গড়ে না তুললে নিজ অধিকার, মর্যাদা এবং ঈমান ও আক্বিদা নিয়ে সমাজে টিকে থাকা সম্ভব হবে না। তাই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসহ জাগতিক বিদ্যায় দক্ষ্যতা অর্জনের পাশাপাশি দ্বীন শিক্ষা, নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন সময়ের অপরিহার্য দাবী। মহাগ্রন্থ আল কুরআনের প্রথম বাক্য 'পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন' সর্বকালের সর্বশ্রেষ্ট মহা মানব হযরত মুহাম্মদ সাল্লা- ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের ন্যায় নারীদের উপরও দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ।
জাতীয় উন্নয়নের সর্বাগ্রে প্রয়োজন নারী শিক্ষার উন্নয়ন। একজন শিক্ষিত মায়ের পক্ষে একটি আদর্শ শিক্ষিত জাতি উপহার দেওয়া সম্ভব। নারী কে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিগত বিদ্যার সাথে ধর্মীয়, নৈতিক, আধ্যাতিক তথা ওহী ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে একটি প্রত্যাশিত প্রজন্ম, সমাজ উপহার দেওয়া সম্ভব। নারীর প্রতি ইসলামে গুরুত্ব ও মর্যাদাকে সামনে রেখে, নারী শিক্ষার প্রসারে আদর্শ মা গড়ার অঙ্গিকার নিয়ে প্রত্যাশিত আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ইসলামী ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে উন্নত ও আধুনিক পাঠ্যসূচী অনুসরণে জামিয়া আয়েশা সিদ্দীকা (রা:) মহিলা ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়াস।
ইসলামের চার খলিফার অন্যতম গুণাবলী-সত্যবাদিতা, মানুষের কল্যাণ, সরল ও বিনম্রতা এবং জ্ঞানের উৎকর্ষ সাধন। এই চারটি মৌলনীতিকে সামনে রেখে, নতুন শতাব্দির চাহিদা পূরণে ইলম-আমল ও আখলাকের অনন্য বৈশিষ্ট্যের অধিকারী সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া তৈরীর এই আয়োজনে আপনিও শামিল হোন। আল্লাহ তায়ালা আমাদের উদ্যোগকে সফল ও স্বার্থক করুন। (আমিন)